“সিম্ফনি মেগা ধামাকা অফার” শিরোনামে আকর্ষণীয় একটি ক্যাম্পেইন চালু করেছে সিম্ফনি। ১৬ই অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন এর স্লোগান হচ্ছে, “হ্যান্ডসেট কিনুন, নিশ্চিত জিতুন!”
সিম্ফনি মেগা ধামাকা অফারের প্রথম সপ্তাহের বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে রিটার্ন এয়ার টিকেট তুলে দেন সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ। এ সময় সিম্ফনির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিম্ফনি আই৬০ ফোনটি কিনে মিরপুরের আরিফুর রহমান, আই১০ প্লাস ফোনটি কিনে নারায়ণগঞ্জ এর মিসেস শীতল এবং ময়মনসিংহের বিজয় বর্মণ আই৬০ কিনে জিতে নেন নেপাল ভ্রমণের টিকেট।
এছাড়াও রংপুরের নুরুজ্জামান, ঢাকা মোহাম্মদপুরের আনিসুজ্জামান যথাক্রমে আই১০ প্লাস এবং আই৬০ কিনে জিতে নেন ব্যাংকক এর টিকেট। কলকাতার টিকেট বিজয়ী হোন গাজীপুরের ফরহাদ হোসেন এবং উত্তরার রফিকুল ইসলাম। তারা দুজনেই কিনেছিলেন আই৭৫ হ্যান্ডসেটটি।