দুই বছর আগে শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Mi Mix লঞ্চ এর মাধ্যমে ব্যাপক সাড়া জাগিয়েছিল। মিক্স সিরিজ খুব তাড়াতাড়িই জনপ্রিয় হয়েছিলো এর ইউনিক ডিজাইন ও সামনের ব্যাজেললেস ডিসপ্লে এর জন্য।
ব্যতিক্রম ঘটছে না এবারের মি মিক্স ৩-তেও । এ মাসের ২৫ তারিখ শাওমি লঞ্চ করতে যাচ্ছে তাদের মিক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোন মি মিক্স ৩।
শাওমীর গ্লোবাল স্পোকস পারসন Donovan Sung এর ফেসবুক দেওয়া তথ্য মতে আগেই জানা গিয়েছিল তাদের নতুন এই স্মার্টফোন হতে যাচ্ছে শাওমীর প্রথম 5G ও প্রথম “কমার্শিয়াল স্মার্টফোন”।
সম্প্রতি তিনি একটি ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন 5G এর পাশাপাশি এতে থাকছে ১০ গিগাবাইটের র্যাম।
এছাড়া মি মিক্স ৩-তে থাকছে আন্ডার ডিস্প্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মি মিক্স ২এস এর মতো এবারও থাকছে ওয়ারলেস চার্জিং সুবিধা। এর আগে বেশ কিছু টিজারে জানা যায় এতে থাকবে স্লাইডিং ক্যামেরা ফিচার ও ১০০% স্ক্রিন-টু-বডি রেশিও। উপরে স্লাইডের মাধ্যমে বের হয়ে আসবে ফ্রন্ট ক্যামেরা , ইয়ারপিস ও প্রক্সিমিটি সেন্সর।
Weibo থেকে পাওয়া কিছু তথ্য অনুসারে এবারের মিক্স ৩-তে থাকতে পারে ডেডিকেটেড AI বাটন যার মাধ্যমে চালনা করা যাবে শাওমীর নিজস্ব আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স XIAO AI. শাওমীর বেশ কিছু ফোনে এই AI ফিচার থাকলেও এটিই প্রথমবার যেটিতে শাওমী হার্ডওয়্যার বাটন ব্যবহার করছে।
শাওমি মি মিক্স ৩ স্পেকস-
সম্ভাবনা রয়েছে মি মিক্স ২এস এর মতো এতেও থাকবে কোয়ালকম স্নাপড্রাগন ৮৪৫ , ১০ জিবি র্যাম, ৩ডি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম, কমপ্লিট ব্যাজেল লেস ফুল ভিউ ডিসপ্লে, সিরামিক ব্যাকসাইড।
২৫ অক্টোবর নানজিং স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে মি মিক্স ৩ এর লঞ্চ ইভেন্ট।