Search

Navigation


  • হোম
  • টেক নিউজ
  • রিভিউ
  • গেমিং
  • স্মার্টফোন
  • কম্পিউটার
  • ক্যামেরা

Trending


xiaomi samsung smartphone huawei android update laptop asus
ATC ToTo

ATC ToTo

  • হোম
  • টেক নিউজ
  • রিভিউ
  • গেমিং
  • স্মার্টফোন
  • কম্পিউটার
  • ক্যামেরা
টেক নিউজ

অপ্পো আরএক্স ১৭ প্রো : ট্রিপল ক্যামেরা বিউটি

By Ontu Goshal
Nov 10, 2018
5 Comments

স্মার্ট ফোন বাজারে আবারো দূর্দান্ত একটি ফোন লঞ্চ করলো অপ্পো মোবাইল।

২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা-সহ তাদের নতুন স্মার্টফোন RX17 Pro লঞ্চ করেছে এই চায়নিজ মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

বর্তমানে বেশিরভাগ স্মার্টফোন ব্যাবহারকারীদের মূল আকর্ষন বা চাহিদা হলো ভালো ক্যামেরা, বেশি র‍্যাম, শক্তিশালী ব্যাটারী ব্যাকআপ। আর এই তিন চাহিদাই পূরণ করবে Oppo RX17 Pro।

RX17 Pro এর মূল আকর্ষন –

  • স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট।
  • ত্রিপল রিয়ার ক্যামেরা।
  • আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
  • গ্র্যাডিয়েন্ট অথবা কালার শিফটিং ডিজাইন।

চলুন এবার দেখে নেয়া যাক অপ্পো আরএক্স ১৭ প্রো স্মার্টফোনের স্পেসিফিকেশন।

Oppo RX17 Pro স্পেসিফিকেশন: 

  • অপ্পো আরএক্স ১৭ প্রো তে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। ডিসপ্লেতে থাকছে ছোট্ট ওয়াটার ড্রপ নচ।
  • ওপ্পো এর নতুন এই স্মার্টফোন এ রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। একই সাথে এই স্মার্টফোনে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার।
  • ডুয়েল সিম এর এই স্মার্টফোনে থাকছে এন্ড্রয়েড এন্ড্রয়েড ওরিও ৮.১ অপারেটিং সিস্টেম। তারসাথে রয়েছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট।

 

অপ্পো আরএক্স ১৭ প্রো : ট্রিপল ক্যামেরা বিউটি (ছবি) 1

 

  • ওপ্পো এর এই স্মার্টফোনে থাকছে ৩টি রেয়ার ক্যামেরা। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা।
  •  ২য় ক্যামেরাটি হচ্ছে ২০ মেগাপিক্সেলের এবং এরই সাথে রয়েছে থ্রিডি সেন্সর। উচ্চমানের ছবি তোলার জন্য এই ফোনে থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা এয়াই।
  • এছাড়াও স্মার্টফোনটির রিয়ার ক্যামেরায় রয়েছে HDR সাপোর্ট। দুর্দান্ত সেলফি তোলার জন্য রয়েছে ২৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
  • কানেক্টিভিটির জন্য রয়েছে Bluetooth 5.0 A2DP, LE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, 4G VoLTE.
  • এরই সাথে থাকছে USB 3.1, Type-C 1.0 আর একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।
  • থাকছে ৩৭০০ মিলিএম্পায়ার এর উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। যাতে অপ্পো এর নিজস্ব VOOC চার্জিং প্রযুক্তির মাধ্যমে দ্রুত এই ফোন চার্জ করে নেওয়া যাবে।

ইউরোপের বাজারে অপ্পো আরএক্স ১৭ প্রো -এর দাম ৬০০ ইউরো যা বাংলাদেশে প্রায় ৫৮ হাজার টাকার সমান। বাংলাদেশের বাজারে খুব সম্ভবত অফিসিয়ালি আসবেনা এই স্মার্টফোন।

ফোনটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর লেখাটি টেকপ্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না ।এটিসির সাথেই থাকুন। 

Download Premium WordPress Themes Free
Free Download WordPress Themes
Download Nulled WordPress Themes
Download WordPress Themes
udemy paid course free download
Tags: android 9camera pricenew smart phoneoppooppo find xOppo RX17specificationঅপ্পো
Ontu Goshal
Ontu Goshal
Tech lover & Designer
Previous Post
এবার ফেসবুক থেকে টাকা আয়
Next Post
ভিডিও কলিং এর জন্য নতুন দুটি ডিভাইস লঞ্চ করল ফেসবুক!

Leave a Reply Cancel reply

You Might Like
বাজারে এলো সিম্ফনির নতুন হ্যান্ডসেট, সিম্ফনি আই৯৭!

বাজারে এলো সিম্ফনির নতুন হ্যান্ডসেট, সিম্ফনি আই৯৭!

আসছে শাওমি’র মি ব্যান্ড ৪

আসছে শাওমি’র মি ব্যান্ড ৪

আসছে নোকিয়া ৩.২ এবং ৪.২ বাজেট স্মার্টফোন

আসছে নোকিয়া ৩.২ এবং ৪.২ বাজেট স্মার্টফোন

ATC ToTo © 2019 Android ToTo Company