দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নিয়ে আসলো Exynos সিরিজের নতুন মোবাইল চিপসেট Exynos 9820। ৮ ন্যানোমিটার থ্রেডে ডিজাইন হয়েছে Exynos 9820 চিপসেটটি। লো পাওয়ার প্লাস টেকনোলজিতে নির্মিত এই চিপসেট অনেক কম ব্যাটারি ব্যয় করবে। ফলে বাড়বে ফোনের ব্যাটারি ব্যাকআপ। আগামী বছর গ্যালাক্সি এস১০ এবং গ্যালাক্সি এস১০+ ফোনে এই চিপসেট ব্যবহার হবে। আগের তুলনায় ১০ শতাংশ পারফর্মেন্স বৃদ্ধি পাবে এই চিপসেটে। নতুন Exynos 9820 চিপসেটে রয়েছে একটি নিউরাল প্রসেসিং ইউনিট (NPU), ট্রাই ক্লাস্টার সিপিইউ, Mali-G76 MP12, 8K রেকর্ডিং সাপোর্ট এবং ইমেজ সিগন্যাল প্রসেসর।
Exynos 9820 চিপসেটের প্রধান আকর্ষণ নিউরাল প্রসেসিং ইউনিট (NPU)। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সব কাজ নিউরাল প্রসেসিং ইউনিট (NPU) এর মাধ্যমে হবে। এর ফলে আরও দ্রুত আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রসেস করতে পারবে এই চিপসেট। Exynos 9820 চিপসেটের ভিতরে রয়েছে দুটি ARM Cortex-A75 কোর ও চারটি ARM Cortex-A55 কোর।
LTE কানেক্টিভিটি সাপোর্ট করবে এই চিপসেট। তবে Exynos 9820 চিপসেটে ৫জি সাপোর্ট থাকছে না। এই চিপসেটের মডেমের সর্বোচ্চ ডাউনলোড স্পিড ২ গিগাবিটস পার সেকেন্ড এবং আপলোড স্পিড ৩১৬ মেগাবিটস পার সেকেন্ড। 30fps স্পিডে 8K এবং 150fps স্পিডে 4K ভিডিও রেকর্ড করতে পারবে Exynos 9820। 4K UHD ডিসপ্লে আর সামনে ও পিছনে ২২ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা যাবে এই চিপসেটে। ডুয়াল ক্যামেরা সেটআপ হলে Exynos 9820 চিপসেটের মাধ্যমে দুটি ১৬ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা যাবে। চোখ রাখুন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ATC তে এবং সাবস্ক্রাইব করুন, নতুন নতুন স্মার্টফোনের রিভিউ ও খবর জানতে। ধন্যবাদ।