এই সময়ে গ্যালাক্সি এস টেন নিয়ে অনলাইন জুড়ে রয়েছে হাজারটি লিকস। যেগুলা বেশির ভাগই ফটকা। তেমনি আজকে আবার দেখা মেললো গ্যালাক্সি এস ১০ প্লাসের নতুন একটি রেন্ডার। যে দেখে মনে হলো হয়তো এটিই হবে স্যামসাং এর নতুন গ্যালাক্সি এস ১০ প্লাস। এ পর্যন্ত যতগুলা কনফিগারেশন দেখা গেছে সেটি দেখে বোঝা যাচ্ছে এটিতে ব্যবহার করা হয়েছে ৬.৪ ইঞ্চি হাইপারবোলয়েড ডিসপ্লে, যা আমাদের সকলের কাছে ‘ইনফিনিটি ও’ ডিসপ্লে নামে পরিচিত। নতুন রেন্ডারিং অনুসারে দেখা যাচ্ছে এটির ডিসপ্লের উপরের ডান দিকে রয়েছে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা।
এছাড়া এর পেছনে রয়েছে তিনটি ক্যামেরা, যার একটি ওয়াইড এঙ্গেল লেন্স, একটি স্ট্যান্ডার্ড লেন্স এবং একটি টেলিফোটো লেন্স। মনে করা হচ্ছে এটিই হবে স্যামসাং এর সর্বপ্রথম ট্রিপল ক্যামেরাযুক্ত ফ্ল্যাগশিপ ফোন। এছাড়া এটিতে থাকবে আল্ট্রাসনিক স্ক্রিন ফিংগারপ্রিন্ট, যেটি হবে অনেক ফাস্ট। এছাড়াও এটিতে থাকবে টাইপসি ইন্টারফেস, ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং Bixby এর জন্য আলাদা একটি বাটন।
এ ফোনটিতে প্রসেসর হিসাবে থাকবে স্ন্যাপড্রাগন ৮১৫০ (যেটির পরবর্তী নাম হতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫)। এছাড়াও কিছু দেশে এটি Exynos 9820 প্রসেসরে বের হবে। এ ফোনটিতে ১২ জিবি র্যাম এবং ১টিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে তথ্য পাওয়া গিয়েছে। MWC 2019 এ এই ফোনটি ঘোষনা করা হবে বলে ধারনা করা হচ্ছে।
এ পর্যন্ত পাওয়া বেশির ভাগ তথ্যই ভুল বলে ধরে নেওয়া যেতে পারে কারণ অফিসিয়ালি এখনো কোন সঠিক তথ্য পাওয়া যায় নি।
এটিসির সাথে থাকার জন্য ধন্যবাদ, লিখাটি ভালো লাগলে অবশ্যই সেয়ার করবেন।
30 Comments