শতাধিক স্মার্টফোন গত তিনশত অমুক দিনে রিলিজ হওয়ার পর আপনি যখন নতুন বছরে নতুন ফোন কিনে শুরু করতে চাচ্ছেন। অথবা থার্টি ফার্স্ট নাইটটা আপনার পুরোনো ফোন ভেঙে উদযাপনের স্বপ্ন দেখছেন, ঠিক তখনই “কোনটা রেখে, কোনটা কিনবো?” -এই প্রশ্নের মুখোমুখি তো অবশ্যই হচ্ছেন।
প্রশ্নের উত্তর জানতেই আপনাকে সাথে থাকতে হবে প্রায় ৭ মিনিট!
০ থেকে ১০ হাজারের মধ্যে বেস্টঃ
- বেস্ট ডিউরেবল ফিচার ফোন ইন লোয়েস্ট প্রাইস : Samsung Guru Music 2 (১৯৯০৳ অফিসিয়ালি)
- বেস্ট মাল্টিমিডিয়া ফিচার ফোন ইন লোয়েস্ট প্রাইস : Samsung Metro 313 (২৫৯০৳ অফিসিয়ালি)
- বাজেট আরেকটু বেশি হলে : Samsung Metro 350 (৩৩৯০৳ অফিসিয়ালি)
- নস্টালজিক ফিচার ফোন : Nokia 3310 2017 (৪৪০০-৪৫০০৳)
- লোয়েস্ট প্রাইস ফোরজি স্মার্টফোন : Maximus D7 (৩৪৯০৳ অফিসিয়ালি ; গ্রামীণফোন সেন্টার)
- নতুন লোয়েস্ট প্রাইস ফোরজি স্মার্টফো্ন-
১. Maximus D1 (৪৫৯০৳ অফিসিয়ালি ; রবি শপ)
২. Maximus P7 (৪৬৯০৳ অফিসিয়ালি ; জিপি শপ) - দেশি লোয়েস্ট প্রাইস ফোরজি স্মার্টফোন : Walton Primo EF8 4G (৪৯৯৯৳ অফিসিয়ালি)
- বিঃদ্রঃ Maximus D1 এবং P7 এ এইচডি ডিসপ্লে থাকলেও, EF8 এ রয়েছে FWVGA ডিসপ্লে! বাকিটা আপনার সিদ্ধান্ত।
- ৬-হাজারে ফোরজি : Symphony G100 (৫৯৯৯৳ অফিসিয়ালি ; গ্রামীণফোন সেন্টার)
বিঃদ্রঃ ফুল-ভিশন ১৮ঃ৯ ডিসপ্লে দেখে কিনবেন ঠিক আছে, কিন্তু স্ক্রিন রেজ্যুলেশন কিন্তু FWVGA+, যা কি না 5.45inch এর জন্য খুব একটা ভাল না। দেখতে ভাল লাগবে না এক কথায়। - ভ্যালু-ফর মানি স্মার্টফোন ৬-হাজারের আশেপাশে : itel S11x (৬৩০০-৬৫০০৳) বিঃদ্রঃ ফোরজি নাই।
- স্টাইলিশ নন-ফোরজি স্মার্টফোন : Symphony i15 (৬৬৯০৳ অফিসিয়ালি)
- গরীবের ফোরজি ফ্ল্যাগশিপ : Xiaomi Redmi 6A (৭৪৯৯৳)
- ভ্যালু-ফর-মানি : Tecno Pop 1S Pro (৮৯৯০৳ অফিসিয়ালি)
- দেশি ভ্যালু-ফর-মানি : Walton Primo H7s (৮৯৯৯৳ অফিসিয়ালি)
- বেস্ট ইন সেগমেন্ট : Symphony i120 (৯৯৯০৳ অফিসিয়ালি)
১০ থেকে ১৫ হাজারের মধ্যে বেস্টঃ
এবার আসি একদম হট একটা সেগমেন্ট, “১০ থেকে ১৫ হাজার টাকা” ! একদম মাথা খারাপ হওয়ার মতো অবস্থা এই সেগমেন্টে, তারপরও নিতে তো হবে একটাই !
- ব্যালান্সড্ ডিল : Note 5 Ai (১৩-১৭ হাজার)
- নচ্ + ব্যালান্সড্ : Note 6 Pro (১৫-১৮ হাজার)
- নচ্ + স্টক : Mi A2 Lite (১৩.৫-১৬ হাজার)
- বাজেট নচ : Realme C1 (১১.৫ হাজার)
- ট্রিপল স্লট : Redmi S2 (১১.৮-১৩.৮ হাজার)
- স্টাইলিশ লুক : Honor 9N (১৫-১৫.৫ হাজার)
- নতুন প্রসেসর : Realme 2 (১৩.৯-১৬.৫ হাজার)
- ব্রান্ড ভ্যালু : Nokia X5 (১৫-১৭ হাজার)
১৫-২০ হাজারের মধ্যে বেস্টঃ
এরপর ঐ দেখা যায় “১৫ থেকে ২০ হাজারের সেগমেন্ট” (অনেক বেশি গরম মার্কেট) !
- স্টাইলিশ + নচ্ (১) : Huawei Y9 2019 (১৯-২০ হাজার)
- স্টাইলিশ + নচ্ (২) : Honor 8X (২০-২১ হাজার)
- ব্র্যান্ড ভ্যালু : Nokia X6 (১৮-২১ হাজার)
- বাটখারা : Nokia 6 (১৬-১৭ হাজার)
- ব্যালান্সড্ ডিল ১: নচ্ + স্টক + ব্যালান্সড্ : Zenfone Max Pro M2 (১৮-২০ হাজার)
- ব্যালান্সড্ ডিল ২: RealMe 2 Pro (ওয়াটারড্রপ নচ্ দেখতে ভালোই লাগে, ভালো প্রসেসর, স্টাইলিশ ; ১৯-২৭)
- ব্যালান্সড্ ডিল ৩: Max Pro M1 (ব্যাটারী ভালো, স্টক অ্যান্ড্রয়েড, নচ্ নাই, মেটাল বিল্ড ; ১৬-২০) ;
ম্যাক্স প্রো এম ১ ব্যালান্সড্ ছিল মোটামুটি। তবে এম টু এসে অনেকটাই বাজার কমিয়ে দিল এম ওয়ান এর। এম ওয়ান এর চেয়ে পারফর্মেন্স এর দিক থেকে রিয়েল মি টু প্রো এবং আসুস প্রো এম টু এগিয়ে থাকবে। অন্যদিকে ব্যাটারী আর স্টক অ্যান্ড্রয়েড মিলিয়ে অবশ্যই এম ওয়ান এবং এম টু পাবে প্রায়োরিটি।
২০-২৫ হাজারের মধ্যে বেস্টঃ
আগুনের দিকে যাচ্ছি আস্তে ধীরে, এবার ২০ থেকে ২৫ হাজারের রেঞ্জে ঢুকলে মাথা পুরো হ্যাঙ হওয়ার মতো অবস্থা !
প্রথমেই আসে MiA2, Mi8Lite এবং Mi8SE (সবগুলোই মোটামুটি ১৯-২৫)
অ্যান্ড্রয়েড ওয়ান, নচ্ মুক্ত, ভালো ক্যামেরা ওয়ালা ফ্রেশ এক্সপেরিয়েন্সের ফোন ব্যবহার করতে চাইলে আপনার জন্য আইডিয়াল ফোন MiA2!
Mi8Lite তাদের জন্য যারা কি না একটু বেটার ডিজাইন আশা করছেন (যদিও ডিজাইন যার যার ব্যক্তিগত ব্যাপার), সাথে ফ্রন্ট ক্যামেরা বেশ ভালো চাইছেন, এবং MiA2 এর তুলনায় একটু বেশি ব্যাটারী চাচ্ছেন। বাকি সব প্রায় MiA2 এর মতো, কিন্তু MiUi কতক্ষণ আপনার ভাল্লাগবে সেটা আপনারই ব্যাপার!
যদি কি না আপনার একটু অরিজিনাল ডিজাইন ল্যাঙ্গুয়েজ দরকার হয়, সেইসাথে উপরের দুটো ফোনের তুলনায় একটু ভালো হার্ডওয়্যার চাচ্ছেন এবং নচ্ ওয়ালা একটি ভালো ডিসপ্লে, তাহলে অবশ্যই ঝুঁকবেন Mi8SE এর দিকে!
MiA2, Mi8Lite, Mi8SE -কোনোটারই ব্যাটারী আমার মতে স্যাটিস্ফায়িং নয়! ৩ টা স্মার্টফোনেরই দাম এখন ১৯-২৫ হাজারের মধ্যে, যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন!
আর একটু পুরোনো হলেও ৬/৬৪’র Mi Note 3 তো রয়েছেই ২৪ হাজারে, দেখতে পারেন সেটাও। আর দেখছেনই যখন, তখন জাইগান্টিক ডিসপ্লে আর ব্যাটারীওয়ালা Mi Max 3 কেন বাদ দিবেন? দেখে নিতে পারেন ওটাও, যদি পছন্দ হয়ে বসে তবে?
এরপর যদি কি না Nova 3e এবং 3i এর মধ্যে কনফিউশন থাকে, তবে নিশ্চিন্তে Nova 3i নিবেন! বেটার ডিজাইন, বেটার ক্যামেরা, বেটার ব্যাটারী, কিন্তু আবার 3e এবং 3i দুটোই প্রায় একই দামে এখন পাওয়া যাচ্ছে (২৩-২৪)! একটু কম্প্যাক্ট কিন্তু 3i এর সকল কিছুই চাইলে 5.84inch ডিসপ্লে সমৃদ্ধ Honor 9N দেখতে পারেন (১৬-২২ হাজার এর মধ্যে)।
আর যদি একটু কম দামে (২১-২৩) বেশি ব্যাটারীর সাথে একটু বড় ডিসপ্লে চান, তাহলে Honor 8X দেখতে পারেন। তবে রিকমেন্ডেশন থাকবে Nova 3i নেওয়ার, সবসময়।
আর সবকিছু ভুলে যদি আপনি এই সেগমেন্টের অন্যতম ব্যাটারী বিস্ট ফোনটি নিতে চান, তবে আপনাকে দেখতে হবে অবশ্যই Oppo A7! ২৪.৫ হাজারের এই ফোনে 4230mAh এর ব্যাটারী পেলেও প্রায় ২৫ হাজার টাকা খরচ কেউ SD845 রেখে SD450 নিলে নেহাতই সে সেলফি তুলতে ফোন কিনছে বলে ধরা যায়!
২৫-৩০ হাজারের মধ্যে বেস্টঃ
এবার ঢুকছি আগ্নেয়গিরী সেকশন, “২৫ থেকে ৩০ হাজার” ! যেখানে শুধু আগুন জ্বলছে, আগুন!
আর এই সেগমেন্টে একটা স্মার্টফোনেরই জয়জয়কার, নামটা তো আপনি জানেনই! এই বছরের “ফ্ল্যাগশিপ কিলারের কিলার aka ওয়ানপ্লাস কিলার পোকোফোন এফ ওয়ান (Pocophone F1)!
SD845 অফিসিয়ালি মাত্র ২৫ হাজারে মার্কেটে এসে আগুন ধরিয়ে দিয়েছে পুরো মার্কেটকে! অফিসিয়ালি ৬/৬৪ ২৯৯৯৯ টাকা হলেও বিভিন্ন ক্যাশব্যাক অফারের কারনে অনলাইনে ২৪৯৯৯ টাকায় পাওয়া যায় F1.
আর আনঅফিশিয়ালি ৬/১২৮ ২৮-৩০ হাজারে মিলছে কালো, নীল, এবং লাল রঙে !
তবে প্লাস্টিক বিল্ড, বিশাল বড় নচ্, নিচের দিকে বিশাল বড় চিন এরিয়া, এবং কিছু কিছু ফল্টি ইউনিটে স্ক্রিন ব্লিডিং ইস্যু ধরা পড়ায় অনেকেই F1 থেকে নিজেকে বিরত রাখছেন।
আর তাদের জন্যই রয়েছে Honor Play! পোকো’র আগেই মার্কেটে এসে হইচই ফেলেছিল মিডরেঞ্জার হিসাবে একটা বিস্ট হয়ে ! তারপর পোকো’র আগমনে এর ক্রেইজ কিছুটা হারিয়ে গেলেও অনেকেরই এখনও পছন্দের তালিকায় শীর্ষে এই মেটাল বডির Honor Play! আর এর স্পেশাল প্লেয়ার এডিশনের চমকই আলাদা। দেখতে পারেন ২৫-৩০ হাজারের এই স্মার্টফোনটিও, তবে রেকমেন্ডেশন অবশ্যই থাকবে Pocophone F1 এর পক্ষে!
আর এদিকে অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগামে রানিং, গ্লাস-মেটাল স্যান্ডউইচ্ বডির অস্থির ডিউরেবল একটি স্মার্টফোন Nokia 7+
২৮-৩০ হাজারে পাওয়া যাওয়া এই ফোনে রয়েছে SD660, আর সাথে 3800mAh ব্যাটারী, আর সবথেকে ফ্রেশ, ক্লিন, ফ্লুয়েন্ট অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স পেতে অ্যান্ড্রয়েড ওয়ান তো থাকছেই ! আর বেস্ট পার্ট হলো এতে নচ্ নেই!
আর নচ্ পছন্দ যাদের, তাদের জন্য নোকিয়া এনেছে 8.1 (aka. X7) ; যাতে রয়েছে SD710 এর সাথে 3500mAh ব্যাটারী!
Carl-Zeiss ক্যামেরা সমৃদ্ধ অ্যান্ড্রয়েড ওয়ানে চালিত গ্লাস-মেটাল স্যান্ডউইচ্ ইউনিবডি স্ট্র্যাকচারের ফোনটি বর্তমানে পাচ্ছে ৩০ হাজারে।
আর এদিকে বছরের শেষদিকে এসে ট্রিপল ক্যামেরা নিয়ে বাজিমাত করলো স্যামসাং! Galaxy A7 2018 এ থাকছে 24 MP, f/1.7, 27mm (wide) ; 8 MP, f/2.4, 18mm (ultrawide) ; 5 MP, f/2.2, depth sensor সমৃদ্ধ ট্রিল ক্যামেরা সেটাপ যা কি না এই স্মার্টফোনের মূল আকর্ষণ। Exynos 7885 এ চলা ফোনটি বর্তমানে ২৫-২৭ হাজারে পাওয়া যাচ্ছে, যাতে কি না কোনো নচ্ থাকছে না!
৩০-৪০ হাজারের মধ্যে বেস্টঃ
আগুনে নিভাতে সাধারণত দরকার পড়ে পানির, বা H2O! কিন্তু আমি ঢালছি টাকা! টাকা দিয়ে এবার আগুনের সেগমেন্ট থেকে বের হয়ে আসুন দেখি কি আছে “৩০ থেকে ৪০ হাজারে”!
প্রথমেই চলে আসে Vivo V11 Pro-এর কথা। এক কথায় “ইন-ডিস্প্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার” দিয়ে বাজিমাত করেছে Vivo V11 Pro! যখন কেউ Oppo F9 Pro আর Vivo V11 Pro এ দুটোর মাঝে দ্বিধান্বিত, তখনই বলবেন “আরেকটু বাড়িয়ে Vivo V11 Pro নেন”!!
৬/১২৮ জিবির ভার্সন ৩১-৩২ হাজারে মিলছে এখন, যা কি না F9 Pro থেকে ১-২ হাজার বেশি! (সাধের জিনিসের জন্য ১-২ হাজার কোনো ব্যাপার বলুন?)
বেজেললেস ডিজাইনের Mi Mix 2 কিভাবে ভুলে গেলেন আপনি? প্র্যাক্টিকালী ডেইলি ড্রাইভার হিসাবে ব্যবহারের জন্য তেমন শক্তপোক্ত না হলেও স্টাইলিশ এই ফোন পাচ্ছেন ৬/১২৮ জিবি ৩১ হাজারে।
এরপর আসুন দেখে নিই শাওমীর ডুয়াল জিপিএসওয়ালা লেটেস্ট ফ্ল্যাগশিপ “Mi8” ! ৩৫.৫-৩৬.৯ এ পাওয়া যাচ্ছে ফ্ল্যাগশিপটি ! দেখতে পারেন যদি কি না পছন্দ হয়ে যায় ? 😉
তারপর আসে সাবেক ফ্ল্যাগশিপ কিলার ওয়ানপ্লাস ! ওয়ানপ্লাস নিয়ে বেশি কিছুই বলার নেই। বেশি জানতে ঘুরে আসুন আমাদের অফিসিয়াল চ্যানেল থেকে, যেখানে ওয়ানপ্লাসের মোটামুটি লেটেস্ট সবগুলো ফোনেরই রিভিউ পাবেন।
৩৯.৫ তে 5T পেলেও সেটা রেখে ৩৯.৯ দিয়ে OnePlus 6 নিতে রেকমেন্ড করলাম আপনাকে !
উপসংহারঃ
আর এবার তো গুড় আরোও বেশি ঢালতে ঢালতে বাজেটের কথা না ভেবে শুধু পছন্দের দিকে তাকানোর সময় এসে গেলো, তাই না ? চলুন তবে এবার দেখে আসি ৪০ হাজারের উপরের বেস্ট পিক গুলো!
OnePlus 6 : ৩৯.৯-৫১.৫ হাজার টাকা
OnePlus 6T: ৪৮.৫-৬১.৫ হাজার টাকা
6T Thunder Purple : ৫৫.৫ হাজার টাকা
Samsung Galaxy S8 : ৩৯.৫ হাজার টাকা
S8+ : ৪১.৫ হাজার টাকা
Note 8 : ৪৯.৯ হাজার টাকা
S9 : ৫০ হাজার টাকা
S9+ : ৫৭.৫-৬১.৫ হাজার টাকা
Note 9 : ৬১.৯-৮৪.৫ হাজার টাকা
Huawei Magic 2 : ৬০-৬৩ হাজার টাকা
Mate 10 Pro : ৪৯.৯ হাজার টাকা
P20 Pro : ৬২ হাজার টাকা
Mate 20 Pro : ৭৭.৯ হাজার টাকা
Oppo Find X : ৬৫.৯ হাজার টাকা
Mi Mix 3 : ৫৫ হাজার টাকা
iPhone X, XS, XS Max : লাখ লাখ টাকা !
আর এতকিছুর ভিড়ে আপনি যদি কনফিউজড থেকেই যান যে কোনটা রেখে কোনটা নিবেন, তখনই আপনার সমস্যা নিয়ে পোস্ট করার জন্য থাকছে আমাদের অফিসিয়াল ফেইসবুক গ্রুপ। টেক রিলেটেড সব ধরণের আপডেট জানতে লাইক দিয়ে ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ। আর টেক রিলেটেড সব ধরণের সাপোর্টিভ ভিডিও তো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে পাচ্ছেনই! ভালোবাসা থাকলো সবার জন্য।