ইতোমধ্যে মোটামুটি সবাই মোবাইল ফোন নিবন্ধনের খবর পেয়ে গিয়েছেন। হ্যাঁ, ভবিষ্যতে সিমের মত মোবাইল ফোনও নিবন্ধন করতে হবে, নাহলে ফোনে মোবাইল নেটওয়ার্ক চলবেনা। (আগের আর্টিকেলটি পড়তে ক্লিক করুন)
বিটিআরসির পরিকল্পনা অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে মোবাইল ফোনগুলোকে ভাগ করা হবে। ব্ল্যাক, হোয়াইট ও গ্রে। ‘হোয়াইট’ বলতে বোঝানো হয়েছে বৈধভাবে আমদানি করা এবং দেশে বৈধভাবে তৈরি ফোনগুলো। ক্লোন, অনুমোদনহীন, অবৈধভাবে আমদানি ফোনগুলো ‘গ্রে’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। অন্যদিকে চুরি যাওয়া ফোন, মেয়াদ উত্তীর্ণ আইএমইআই যুক্ত ফোন, নকল আইএমইআই সম্পন্ন ফোনগুলোকে ‘ব্ল্যাক’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হবে।
বর্তমানে বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ আনঅফিসিয়াল বা গ্রে ক্যাটাগরির অবৈধ মোবাইল ফোন ব্যবহার করে। এর প্রধান কারণ, ট্যাক্স ফাঁকি দেওয়া এসব ফোনের দাম বাজারমূল্য থেকে কম হয়। প্রশ্ন জেগেছে, সক্রিয় গ্রে ফোনগুলো নিবন্ধন করা যাবে কিনা। এ ব্যাপারে বিটিআরসি বিস্তারিত কোন তথ্য দেয়নি। তবে বিটিআরসির পরিকল্পনা অনুযায়ী সক্রিয় আনঅফিসিয়াল ফোনগুলো নিবন্ধনের অন্তর্ভুক্ত করা হবে। এর জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে। সময় শেষ হওয়ার পর আর কোন আনঅফিসিয়াল ফোন নিবন্ধিত হতে পারবেনা। আবার বিটিআরসি এমন পদক্ষেপও নিতে পারে যেমন, নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স বা ফাইন দিয়ে এসব ফোনও নিবন্ধন করার সুবিধা। সকল সিদ্ধান্ত চূড়ান্ত করে বিটিআরসি গণমাধ্যমে জানিয়ে দেবে।
তাছাড়া দেশের বাইরে থেকে পাঠানো গিফটের ফোনের ক্ষেত্রে বিশেষ নিয়ম আসতে পারে, যেমন একজনের বহন করা নির্দিষ্ট সংখ্যক মোবাইল ফোন বাদে বাকিসব মোবাইল ফোনের জন্য ট্যাক্স দিতে হবে।
নিবন্ধনের জন্য গ্রাহককে কোথাও যেতে হবেনা, ফোনে সক্রিয় সিমটি যে নামে নিবন্ধিত থাকবে, ফোনটিও সে নামে নিবন্ধিত হয়ে যাবে এবং ঐ ফোনে শুধুমাত্র ঐ একজনের নামে নিবন্ধিত সিমই চালানো যাবে। অর্থাৎ, সিম ও ফোন উভয়ই একজনের নামে নিবন্ধিত হতে হবে।
ফোন বিক্রয়ের ক্ষেত্রে নিবন্ধন পরিবর্তন করে পুনঃনিবন্ধন করতে হবে। এ দায়িত্বের জন্য বিটিআরসি নতুন কোন সংস্থা প্রতিষ্ঠা করতে পারে কিংবা মোবাইল অপারেটরদের বলা হতে পারে।
এখন পর্যন্ত পুরোটিই পরিকল্পনা হিসেবে রয়েছে। বিটিআরসি এ পরিকল্পনায় খুব দ্রুত কাজ করছে। শীঘ্রই আসছে মোবাইল নিবন্ধন পদ্ধতি।
ভোগান্তি নাকি আশীর্বাদ? কিভাবে দেখছেন আপনি এ প্রক্রিয়া? জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ।
হয়তোবা দেশের ইকোনমির জন্য ভালো,তবে দেশে স্মার্টফোন ব্যবহারকারী বেশ ভালো রকমের কমবে।
এইগুলা সব কথার কথা। সিম রেজিস্ট্রেশন এর সময় এমন বলা হয়েছিলো যে এখন থেকে আর কেউ অবৈধ সিম চালাতে পারবেনা। এখন কিন্তু ঠিকই চলছে সব
কাজ নেই তো খই ভাজ
Para Sara r ki dita para sorkar 😡😡
Jotosob faltu cinta vab na
Mejaj kharap
সরকার কি ডিজিটালাইজেশন এর নামে হয়রানি বাড়াচ্ছে 😡😡😡???
আজ বুজলাম সেফুদা ঠিক ছিল ,আমরা বাঙালি জাতি ভুল ছিলাম , বর্বর জাতি আমরা, পৃথিবীর কোনো দেশে এরকম পদ্ধতি আছে নাকি আমার জানা নেই,খানকির বাচ্চাদের খাইয়া কোনো কাজ নেই
Biometric registration ta amar kache jamon utko jhamela same ai phone registration (jodi ta active hoy).Jati r noton kono para chai na.
আমাদের মত গরিবরা কিভাবে তাহলে কম দামে ফোন কিনবে???
১০ হাজার টাকার ফোন কিনা লাগবে ১৬/১৭ হাজার টাকায়!…..
আমরা বাঙ্গালীদের জন্য এক প্রকার ভোগান্তিই।
Voganti
কেন পরলাম??
খুশির, ঠেলায়, ভাল্লাগে
Ho valo to aro bolo ja personality bolta kono bal takbo na
Jotto sob faltu kajkam
Earki paiso
Akon projonto registration kora sim tik korta parla na abar abal marka kota batra
A rohiga ra and kola sim bajara 200tk basi dela nokol registration kora sim pauya jai koj niya ogla aga deko
এটা আবার কেমন নিয়ম??? বাংলাদেশ ডিজিটাল করার এর থেকে আরো সহজ পদ্ধতি ছিল কিন্তু তারা করবেনা। কেন করবেনা?? কারণ ওইসব পদ্ধতিতে মানুষের টাকা মেরে খাওয়া তেমন একটা সুবিধার হবে না। কিছু বলার নাই আমাদের কারণ যখন কলরেট সেবা বাড়িয়ে দিয়েছিলো তখন কিছুদিন প্যাক প্যাক করতাম আমরা সাধারণ পাব্লিক কিন্তু পরে সবাই মেনে নিয়েছে বিষয়টা। আর আমি মনে করি, আপকামিং প্যারাটাতেও সবাই অভ্যস্ত হয়ে পড়বে। ভাবছি, ফ্যামিলি নিয়ে ইন্ডিয়ায় চলে যাবো।
চরম,, ভোগান্তি,,,।
বাহিরের থেকে মোবাইল কেমবে আনতাম🙄🙄🙄
এইটা কোন সাধারন মানুষের চিন্তা ভাবনা হতে পরেনা।
এটা এমন কোন মহান ব্যক্তির কাজ, যার
অতিরিক্ত শীতের সোধনে বিচি মাথায় উঠে গেছে।
নতুন ভোগান্তুি।
ট্যাক্স আর লাভের অঙ্কটা কমিয়ে বাইরের দেশের সাথে দাম সামতা বজায় রাখলে তো কেও আনঅফিসিয়াল ফোন কিনতো না।
কাজের কাজ নাই, নিজের পকেট ভরার ধান্দা আর মানুষকে হয়রানি করার ধান্দা।
সঠিক।।
যদি আসলেই এমন হয় তাহলে এটা ভোগান্তি ছাড়া আর কিছু।
Complex World aktai shohoj bapar chilo, r ta holo je phone echcha shetai babohar kora jay. Akhon r tao thakbena. Eta thikna. Ami UK gia Bangladesh a kena phone babohar korechi. But Bangladesh a kano ato complexity? Amader niti ta holo matha batha hole matha kete felte hobe.
বালের বাংলাদেশে থাকতে হলে আর কত কিছু সহ্যকরতে হবে কে জানে। যদি এক সিম এক ফোনেই লাগানো যাই তাইলে আমাদের মত ননভোটার রা যারা ফোন ইউস করি তারা কী করবে। বা বা যারারা ২/৩ টা সীম ইউস করে তারা কি ২/৩ টা ফোন কিনবে? থাকবেো না বাংলাদেশে। বিদেশ থেকে মামা – কাকা রা ফোন আনতো তাও হয়তো বন্ধ হয়ে যাবে। উন্নয়নের জেয়া জোশায়ার এত উপর দিয়ে বইছে যে থেকানো যায় না। ডিজিটালের ভূত লাগছে সব। বাই বাই BD এমন হলে তো ATC ও থাকবে না। কারন এমন নিয়ম হলে মানুষের ফোন কেনা কমে যাবে 😭😭😭