টম ক্লান্সিস দা ডিভিশন এর সাকসেসর হিসেবে ইউবিসফট আগামী মার্চের ১৫ তারিখ রিলিজ করতে যাচ্ছে দা ডিভিশন ২। থার্ড-পার্সন শুটার গেম হিসেবে গতবার ভালোই সেল পেয়েছিলো দা ডিভিশন কিন্তু কয়েক মাসের মধ্যেই বিভিন্ন বাগ এবং গ্লিচের কারণে প্লেয়ার হারায় গেমটি। দেখা যাক এবার ইউবিসফট কি দেখায় তাদের দা ডিভিশন ২ তে।
তবে অনেকের জন্যই আশাহতের কারণ হতে পারে একটি বিষয় এবং সেটি হলো গেমটি রিলিজ পাচ্ছে না স্টিমে। ইউবিসফট এনাউন্স করেছে তাদের এই গেমটি এপিক গেমস স্টোর এবং তাদের নিজস্ব ইউপ্লে (UPlay) প্লাটফর্মে এক্সক্লুসিভ থাকবে। হতে পারে এটা এপিক গেমস স্টোরের নতুন চেষ্টা ভাল্ভ এর স্টিমকে একটু হলেও পিছনে ফেলার। কিন্তু এখনো জানা যায়নি এই এক্সক্লুসিভ ডিলটা পার্মানেন্ট নাকি কিছু সময়ের জন্য।
তবুও দেখা যাক, গেমটি কেমন সাড়া ফেলতে পারে গেমারদের কাছে। পরবর্তী আপডেটের জন্য এটিসির সাথেই থাকুন। ধন্যবাদ।