সিম্ফনি মোবাইল এবার দেশের বাজারে নিয়ে এলো তাদের নতুন বাজেট ডিভাইস সিম্ফনি আই ৯৫। সিম্ফনি আই ১০ (১ জিবি), আই ১০ (২জিবি), আই ৫০, আই ২০ এবং আই ২৫ এর অসাধারণ ধারাবাহিকতার পর এবার বাজার মাতাতে সিম্ফনি নিয়ে এলো আই সিরিজের নতুন এই স্মার্টফোনটি।
এ্যান্ড্রয়েড ৮.১ ওরিও চালিত এর অপারেটিং সিস্টেম। এর ফুল ভিশন ডিসপ্লের সুবাধে ফোনের সামনের দিক টি এক কথায় দারুন দেখতে। ফ্রন্ট সাইডে আছে ৫.৪৫ ইঞ্চ আইপিএস এলসিডি প্যানেল যার রেজ্যুলেশন এইচডি+ বা ১৪৪০X৭২০ পিক্সেলস।
সিম্ফনি আই ৯৫ এ রয়েছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারর্নাল স্টোরেজ। মেমোরী কার্ড এর মাধ্যমে আরো বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। মিড লেভেল গ্রাফিক্স ডিমান্ডিং গেম গুলো খেলা যাবে অনায়াসে। এছাড়াও আছে ফেস আনলক সুবিধা। থাকছেনা ফিঙ্গারপ্রিন্ট আনলক এর সুবিধা।
এছাড়াও এতে আছে ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস যুক্ত ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাক ক্যামেরায় আছে ট্রু ফ্ল্যাশ যা যথেষ্ট পরিমাণ উজ্জ্বল। ব্যাক ক্যামেরায় থাকছে ২.২ এ্যাপারচার এবং ফ্রন্ট ক্যামেরায় ও আছে ২.২ এ্যাপারচার। তাছাড়া সারাদিন নিরবিচ্ছিন্নভাবে চালানোর জন্য স্মার্টফোনটিতে আছে ৩০০০ মিলি এম্পায়ার এর লিথিয়াম পলিমার ব্যাটারি।
এর সাথে গ্র্যাভিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর নামে আরো কিছু প্রয়োজনীয় সেন্সরও এই স্মার্টফোনে আছে। ২ জিবি র্যাম ও ফোর-জি প্রযুক্তি সমৃদ্ধ এই স্মার্টফোনটির মূল্য মাত্র ৭ হাজার ৯৯০ টাকা।
সিম্ফনির সকল আউটলেটে গ্রামীণফোন এর আকর্ষণীয় বান্ডেল অফার সহ এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে চারটি ভিন্ন ভিন্ন কালারে।
আপনার মতামত জানাতে ভুলবেন না এই সদ্য উন্মোচিত সিম্ফনি আই ৯৫ নিয়ে। প্রযুক্তি দুনিয়ার নতুন নতুন খবর পেতে এটিসি টোটোতে চোখ রাখুন নিয়মিত।