Search

Navigation


  • হোম
  • টেক নিউজ
  • রিভিউ
  • গেমিং
  • স্মার্টফোন
  • কম্পিউটার
  • ক্যামেরা

Trending


xiaomi samsung smartphone huawei android update laptop asus
ATC ToTo

ATC ToTo

  • হোম
  • টেক নিউজ
  • রিভিউ
  • গেমিং
  • স্মার্টফোন
  • কম্পিউটার
  • ক্যামেরা
অন্যান্য

শাওমি মি৯ উন্মোচিতঃ হারিয়ে দিলো আইফোন এক্সএস ম্যাক্স কে!

By Abdullah Al Akib
Feb 24, 2019
13 Comments

শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন, শাওমি মি৯ উন্মুক্ত করা হয়েছে গত ২০ ফেব্রুয়ারি চায়নাতে! অসাধারণ প্রাইসিং এর কারণে ফ্ল্যাগশিপ কিলার হিসেবে সবাই দেখছে একে। অসম্ভব সুন্দর গ্লসি ডিজাইনের মি৯ এ থাকছে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ট্রিপল রেয়ার ক্যামেরা, স্ন্যাপড্রাগন এর নতুন শক্তিশালী ৮৫৫ চিপসেট ও ২৭ ওয়াটের সুপারফাস্ট চার্জিং।

মি৯ এ রয়েছে ওয়াটারড্রপ বা টিয়ারড্রপ নচ ও সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিনটির সাইজ ৬.৩৯ ইঞ্চ এবং স্ক্রিন টু বডি রেশিও ১৯.৫:৯। স্ক্রিন প্রটেকশনের জন্য শাওমি ব্যবহার করেছে গরিলা গ্লাস ৬। ফোনটির ব্যাকেও রয়েছে গ্লসি গ্লাস ফিনিশিং এবং সেটির প্রটেকশনে রয়েছে গরিলা গ্লাস ৫। দুটি গ্লাসকে ধরে রাখবে ৭০০০ সিরিজের এলুমিনিয়াম স্টিল ফ্রেম।

শাওমি মি৯ উন্মোচিতঃ হারিয়ে দিলো আইফোন এক্সএস ম্যাক্স কে! (ছবি) 1

ডিভাইসটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের সব থেকে শক্তিশালী চিপসেট, ৭ ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫। এটি অক্টাকোরের একটি চিপসেট। এর জিপিইউ এড্রেনো ৬৪০। গিকবেঞ্চে মি৯ এ চিপসেট নিয়ে স্কোর করেছে সিঙ্গেলকোরে ৩৪৭৫ এবং মাল্টিকোরে ১০৮৭২। ডিভাইসটির আনটুটু বেঞ্চমার্ক স্কোর ∓৩৭১০০০। যদিও বেঞ্চমার্ক দিয়ে ফোনের পারফর্মেন্স বোঝা যায়না, তবে এতটুকু তো বোঝাই যায় যে চিপসেটটি কতটা শক্তিশালী!

স্মার্টফোনটিতে রয়েছে ৬/৮ জিবি র‍্যাম ও ৬৪/১২৮ জিবি স্টোরেজ। এটির ব্যাটারি ক্যাপাসিটি ৩৩০০ এমএএইচ! ব্যাটারি চার্জ হবে সুপারফাস্ট ২৭ ওয়াট বা কোয়ালকম কুইক চার্জ ৪+ গতিতে। এছাড়াও ওয়্যারলেসে ২০ ওয়াটের গতিতে চার্জ হবে ডিভাইসটি। বলতেই হয়, এবার চার্জের গতি নিয়ে কোন ভুল করেনি শাওমি। তবে বক্সে দেওয়া হচ্ছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার।

এবার চলে আসি ক্যামেরা সেকশনে! শাওমি এই প্রথমবার তাদের কোন ডিভাইসে ট্রিপল ক্যামেরা সেটাপ দিয়েছে। মেইন ক্যামেরা হিসেবে ৪৮ মেগাপিক্সেলের একটি সনি আইএমএক্স ৫৮৬ সেন্সর এবং অন্য দুইটির একটি হলো ১২ মেগাপিক্সেলের টেলিফটো ও ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। সেলফি ক্যামেরায় রয়েছে ২০ মেগাপিক্সেলের একটি সেন্সর। অসাধারণ এই ক্যামেরা স্পেক নিয়ে ডিএক্সও নামক একটি ক্যামেরা রেটিং সাইটে এটি ক্যামেরার সকল ক্ষেত্র মিলিয়ে ১০৭ স্কোর করেছে যা আইফোন এক্স এস এর থেকেও বেশি! এ নিয়ে বেশ ঝড় উঠেছে টেক পাগল মানুষদের মাঝে।

শাওমি মি৯ উন্মোচিতঃ হারিয়ে দিলো আইফোন এক্সএস ম্যাক্স কে! (ছবি) 2

অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকছে অ্যান্ড্রোয়েড ৯ পাই, তবে কাস্টমাইজড স্কিন এমআইইউআই ১০ হিসেবে। ডিভাইসটিতে টাইপ সি ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে এবং কোন ৩.৫ এমএম জ্যাক নেই এর পূর্বসূরী মি৮ এর মতো। সাথে নেই কোন এসডি কার্ড স্লট। এবার ফেস আনলকের ক্ষেত্রে সাধারণ সফটওয়্যার বেজড ফেস আনলক প্রযুক্তি থাকছে কোন ইনফ্রারেড আনলক এর সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা।

মি৯ এর বেস ভার্সনের দাম চীনে ২৯৯৯ ইউয়ান, যার বাংলাদেশি মূল্য ৩৭,৫০০ টাকার মত কোন প্রকার ট্যাক্স বা চার্জ ছাড়া। প্রতিবারের মতো হয়তো এবারো শাওমি মি৯ আমাদের দেশে অফিসিয়ালি আসবেনা। ২০ তারিখে চায়না থেকে কনফার্ম করার পর আজ এমডব্লিউসি বার্সেলোনায় প্রদর্শন করা হবে। বলা বাহুল্য শাওমি মি৯ এর সাথে সাথে মি৯ স্পেশ্যাল এডিশন যাতে দেওয়া আছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৭১২ চিপসেট এবং মি৯ এক্সপ্লোরার এডিশন যাতে আছে ট্রান্সপার্ট ব্যাকের মতও ডিজাইন এবং ১২ জিবি র‍্যাম। মি৯ স্পেশ্যাল এডিশনের দাম ১৯৯৯ ইউয়ান এবং মি৯ এক্সপ্লোর এডিশনের দাম ৩৯৯৯ ইউয়ান।

মি৯ সিরিজের ফোনগুলোর ফুল রিভিউ পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। তার আগে জানাতে ভুলবেন না শাওমি মি৯ সিরিজ কেমন লাগলো আপনাদের কাছে। শাওমি লাভাররা শেয়ার দিতে ভুলবেন না।

Download WordPress Themes
Download Nulled WordPress Themes
Download Nulled WordPress Themes
Download Nulled WordPress Themes
download udemy paid course for free
Tags: atc xiaomixiaomi mi9xiaomi mi9 beats google pixel 3xiaomi mi9 beats iphonexiaomi mi9 explorerxiaomi mi9 price in bangladeshxiaomi mi9 SExiaomi review
Abdullah Al Akib
Abdullah Al Akib
Tech Enthusiastic
Previous Post
ভাঁজ করে রাখা যাবে স্যামসাং এর গ্যালাক্সি ফোল্ড
Next Post
দুই লক্ষ টাকার হুয়াওয়ে মেট এক্স ফোল্ডিং ফোন

Leave a Reply Cancel reply

You Might Like
এয়ারডটস দিয়ে মিউজিক কন্ট্রোলিং টিপস

এয়ারডটস দিয়ে মিউজিক কন্ট্রোলিং টিপস

পাঞ্চ হোল ডিসপ্লে এবং ট্রিপল ক্যামেরা নিয়ে এলো নোকিয়া এক্স৭১

পাঞ্চ হোল ডিসপ্লে এবং ট্রিপল ক্যামেরা নিয়ে এলো নোকিয়া এক্স৭১

গুগল ক্যামেরার (GCam) আদ্যোপান্তঃ কি এবং কিভাবে?

গুগল ক্যামেরার (GCam) আদ্যোপান্তঃ কি এবং কিভাবে?

ATC ToTo © 2019 Android ToTo Company